আলমডাঙ্গার বকসিপুর গ্রামের কিশোর ছাম্মির হোসেনকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের মধ্যবয়সী রশিদুল ইসলামের বিরুদ্ধে। তুচ্ছ ঘটনা নিয়ে দুই কিশোরের মধ্যে দ্বন্দের জেরে অপর কিশোরের পিতা ছাম্মিরকে মারধর করে হাত ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। এ ব্যাপারে ছাম্মির পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে,আলমডাঙ্গার বকসিপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ছাম্মির হোসেন(১২) আলমডাঙ্গার সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রণীর ছাত্র। সে গত ৩০ আগস্ট দুপুরের দিকে প্রতিবেশি রশিদুল ইসলামের ছেলে সাজনের সাথে খেলা করছিল। খেলার এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। কিছুক্ষণ পর বিষয়টি মিমাংষা হয়ে গেলে দু’জন বাড়ি চলে যায়। পরে সজনের পিতা রশিদুল ইসলাম ছাম্মিরকে ধরে পাশের মেহগণি বাগানের কাছে নিয়ে গিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে একটা হাত ভেঙ্গে দেয়। আহত অবস্থায় ছাম্মিরকে উদ্ধার করে তার স্বজনরা তাকে হারদী হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। দুই কিশোরের মধ্যে ঘটে যাওয়া দ্বন্দ মিমাংসার পর মধ্য বয়সী রশিদুল ইসলাম কিশোর ছাম্মিরকে এভাবে মারপিট করে ন্যাক্কারজনক ঘটনা ঘটানোয় এলাকার নিন্দার ঝড় উঠেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ছাম্মির বাবা । এলাকাবাসী জানান, একজন মুক্তিযোদ্ধা পরিবারের কিশোর সন্তানকে এভাবে মারপিট করে প্রকাশ্য ঘুরে বেড়ানো আসামীকে গ্রেফতারের দাবী জানিয়েছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, ওই কিশোরকে মারপিট করার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।