স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ফুলবাগাদি ফুটবল মাঠে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা গেছে, আলমডাঙ্গার উপজেলার গাংনী ইউনিয়নের ফুলবাগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে রোববার বেলা ৩ টার দিকে ফুলবগাদী সবুজ সংঘ ক্লাব একাদশ ও নিমতলা একাদশ সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে দুই পক্ষের খেলা ড্র থাকায় ট্রাইবেকারে এক গোলে ফুলগাবাদি সবুজ সংঘ ক্লাব একাদশকে পরাজিত করে নিমতলা একাদশ জয়লাভ করেছে । এ সময়ে নিমতলা গ্রামের দর্শকদের সাথে ফুলগাবাদি সবুজ সংঘ ক্লাব এর কমিটির সাথে কথা কাটাকাটি দুই পক্ষের সংঘর্ষ ঘটে ।