২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার ফরিদপুরের মেসার্স লিটন চানাচুর ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২১, ২০২১
41
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় চানাচুর তৈরীর অপরাধে আলমডাঙ্গার ফরিদপুরের মেসার্স লিটন চানাচুর ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার সংরক্ষন অধিদপ্তর । ২১ সেপ্টেম্বর মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়াকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।


জানাগেছে, আলমডাঙ্গা বেলগাছী ইউনিয়নের ফরিদুপর গ্রামের লিটন মিয়া তার নিজের বাড়িতেই নিজের নামে নামকরন করে দীর্ঘদিন ধরে তৈরী করে আসছেন লিটন চানাচুর। এলাকায় তার লিটন চানাচুরের নামও ভাল। কিন্তু তিনি চানাচুর তৈরী করেন অস্বাস্থ্যকর পরিবেশে।

এমন অভিযোগে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার অধিদপ্তরের টিম ফরিদপুর বাজারের লিটন চানাচুর কারখানায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে দেখা যায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ও নোংরা পরিবেশে প্রস্তুত করা হচ্ছে চানাচুর। নোংরা ও ময়লাযুক্ত পরিবেশে মেঝেতে পা দিয়ে দলে প্যাকেটজাত করা হচ্ছে। পায়ো ময়লা, শরীরের ঘাম, চুল-খুশকিতে একাকার হয়ে প্যাকেটজাত হচ্ছে লিটন চানাচুর। মেজোতে শুয়ে আছে একটি বিড়াল। শ্রমিকদের কেউ ন্যূন্যতম স্বাস্থ্যবিধি মেনে কাজ করছে না। যার ফলে প্রতিষ্ঠানের মালিক লিটন মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সালের ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এসময় আলমডাঙ্গা থানা পুলিশ ও জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram