আলমডাঙ্গার তৃতীয় লিঙ্গের ৪ জনকে পিটিয়ে আহত করেছে হরিণাকুন্ডের জোড়াদহ এলাকার কিছু ব্যক্তি। আহত ৪ জনের ভেতর কান্তা ও প্রিয়ার অবস্থা গুরুতর। ৫ ডিসেম্বর সন্ধ্যার পর তাদেরকে জোড়াদোহ কলেজপাড়া থেকে মারধর করেছে।
জানা যায়, কুষ্টিয়া জেলার ইবি থানার আত্তানগর গ্রামের মৃত ইজ্জত আলীর সন্তান তৃতীয় লিঙ্গের মওলা অরফে মালা বর্তমানে হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ কলেজের কাছে বসবাস করেন। তিনি সম্প্রতি আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামে বসবাসকারি সদ্য তৃতীয় লিঙ্গে রূপান্তরিত রতনকে ডেকে নিয়ে গিয়ে নিজের কাছে রেখেছেন।
এ সংবাদ শুনে ৫ ডিসেম্বর বিকেলে আলমডাঙ্গার কিছু তৃতীয় লিঙ্গের সদস্য তাকে নিয়ে আসতে জোড়াদহে যান। সে সময় বাক-বিতন্ডার এক পর্যায়ে মওলা অরফে মালার নেতৃত্বে কিছু ব্যক্তি তাদেরকে বাটাম ও লাঠি দিয়ে বেদম পিটিয়েছে।
গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা সন্ধ্যায় আলমডাঙ্গায় পাঠায়। বর্তমানে আহতদের শহরের ফাতেমা ক্লিনিকে চিকিৎসাধীন রাখা হয়েছে। এরা হলেন কান্তা, প্রিয়া, আঁখি ও হাসি। তাদের মধ্যে কান্তার এক চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে চিকিৎসকের প্রাথমিক ধারণা। তাছাড়া, প্রিয়ার মাথা ফেটে গেছে।