আসমানখালী/হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার খোরদে শরিকানা জমি ভাগাভাগি নিয়ে বিরধের জের ধরে ছোট ভাইয়ের শাবলের আঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে খোরদ গ্রামের মৃত্যু শাহাবুল ইসলাম এর ছেলে সোহান হোসেন বাদি হয়ে আলমডাঙ্গা থানায় তার ছোট চাচা তরিকুল ইসলামের নামে একটি হত্যা মামলা দায়ের করেছে।
এবিষয়ে আলমডাঙ্গা থানা ইনচার্জ অফিসার আলমঙ্গীর কবীর বলেন একটি অভিযোগ পেয়েছি দ্রুত সময়ে আমরা আইনগত ব্যবস্থ নিবো।
উলেখ্য, আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামের মসজিদ পাড়ায় শরিকানা জমি ভাগকরা নিয়ে বিরদের জের দরে । আব্দুল লতিফ এর দুই ছেলে শাহাবুল ইসলাম ও তার ছোট ভাই তরিকুল ইসলাম গত রোববার বেলা দুপুরে এবং বেলা সাড়ে ৪ টার দিকে শাহাবুল ইসলাম বাড়ির পাশে পানবরজে কাজ করতে গেলে সেখানে তার ছোট ভাই তরিকুল ইসলাম গিয়ে তাকে শাবল দিয়ে মাথায় আঘত করে স্থানিয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে পরে তাকে রেফার করে রাজশাহি কলেজ মেডিকেল হাসপাতালে সেখনে গত বুধবার রাতে তার মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার মরাদেহ নিজ গ্রামে নিয়ে এসে এবং রার সাড়ে ৮ টার দিকে মরহুমের জানাজা নামাজ শেষে দাফণ কার্য সম্পূর্ণ হয়েছে। এবিষয়ে মরহুমের বড় ছেলে সোহান হোসেন বাদি হয়ে শুক্রবার রাতে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছে।