মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বটিয়াপাড়া ও শিয়ালমারি গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাসের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বটিয়াপাড়ায় ও শিয়ালমারি গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের ৩ নং ওয়ার্ড বোটিয়াপাড়ায় জহির উদ্দিন ও ৪ নং ওয়ার্ড শিয়ালমারি গ্রামে ইসলাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবলু।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জামসেদুর রহমান জোয়ার্দ্দার, সহ সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক শিপন মেম্বার, মুকুল জোয়ার্দ্দার। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোজাম, সাত্তার, সাহিন, খোকন, রাজা, বাবু, বাবুল, ফারুক, আনিচ, সাবান, রোকন, ইসলাম, আরিফ, ইসরাইল, আব্দুল হালিম পুটকা, মামুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সোহাগ।