বাড়াদী প্রতিদিন : আলমডাঙ্গার এনায়েতপুর পশ্চিম পাড়ায় মন্ডলি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১ টার দিকে এ মন্ডলি প্রদান অনুষ্ঠানে মাতুব্বরদের সেক্রেটারী আবুছদ্দিন মাষ্টার এর পরিচালনায় উপস্থিত ছিলেন সভাপতি মাসুদ পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন লোকমান হোসেন,হাবিবার রহমান, রমজান আলি,রবিউল ইসলাম, হবিবার রহমান, রবগুল মন্ডল, আকবার মেম্বার, বেনজির আহম্মেদ স্বপন,আবুল কাশেম, সামছদ্দিন মালিতা,আব্দুল হান্নান মন্ডল,আরমান মল্লিক, মাদার মালিতা,লিপন ডাক্তার, বদিউজ্জামান মাষ্টার, নূর মোহাম্মদ, আব্দুল মমিন,মুলুক চাদ প্রমুখ।
এ অনুষ্ঠানে এনায়েতপুর পশ্চিম পাড়ার মৃত গফুর মল্লিকের ছেলে বীর মুক্তিযোদ্ধা শুকুর আলিকে পাগড়ি পরিয়ে মন্ডলি প্রদান করা হয়।
উল্লেখ্য এ অনুষ্ঠানে পাঁচ গ্রামের ৪৪ জন মাতুব্বর উপস্থিত থেকে মন্ডলি প্রদান অনুষ্ঠান সম্পন্ন করেন।