গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা শহরের স্টেশন রোডে অবস্থিত আড্ডা কফি হাউজ থেকে পুলিশ গাঁজা ও গাঁজা খাওয়ার কলকে উদ্ধার করেছে। সে সময় পুলিশ কফি হাউজের মালিক রকিবুল ইসলাম রনিকে আটক করে। রনি গোবিন্দপুর গ্রামের ঠান্ডুর ছেলে।
১৪ ডিসেম্বর সোমবার সন্ধায় পুলিশের এ অভিযানের পর সংবাদ পেয়ে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর ঘটনাস্থলে পৌঁছেন। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে আড্ডা কফি হাউজের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদÐাদেশ প্রদান ও ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া উদ্ধারকৃত গাঁজা পুড়িয়ে নষ্ট করা হয়।