আলমডাঙ্গা থানা পুলিশ ব্যাটারি চালিত পাখি ভ্যান বোঝাই চোরাই কলাসহ ঝিনাইদাহের তৈলটুপি গ্রামের ছিচকে চোর টিপুকে গ্রেফতার করেছে। ১৬ সেপ্টেম্বর শনিবার সকালে মাধবপুর গ্রামের মক্তবমোড় থেকে কলা বোঝাই পাখিভ্যানসহ তাকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ড উপজেলার তৈলটুপি গ্রামের বসরত মন্ডলের ছেলে টিপু মন্ডল(৩৭) ব্যাটারি চালিত পাখিভ্যান চালানোর সাথে সাথে বিভিন্ন চুরি করে বেড়ায়। সে তার পাখিভ্যানে করে চোরাই মালামাল বহন করে বিক্রয় করে। শুক্রবার দিনগত ভোররাতে ডাউকি ইউনিয়নের মাধবপুর গ্রামের মাঠ থেকে বেশ কয়েকজন কৃষকের কলাবাগান থেকে ছোট বড় ৩৪ কাঁদি সবরি কলা lচুরি করেছে। সকালে তার পাখি ভ্যান বোঝাই করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসির সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করলে সে ঠিকমত জবাব দিতে পারেনি। পরে আলমডাঙ্গা থানা সংবাদ দিলে এসআই মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে তার নামে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।