আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের সকল ধরনের চুরির ও চোর চক্রের হোতা আরাফাত হোসেনকে আটক করেছে। ১৯ আগস্ট শনিবার শহরের কাছারী পাড়ায় দারুস সুন্নাহ নুরানী একাডেমীর সামনে থেকে চুরি করার মালামালসহ তাকে আটক করা হয়।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর আসাননগরের হাসান শেখের ছেলে এলাকার সকল চোরের হোতা আরাফাত হোসেন(১৯)। সে ছোট থেকেই এলাকায় দোকানে, বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় চুরি করে বেড়ায়। কয়েক বছর ধরে পুলিশ তাকে বেশ কয়েকবার আটকও করে। কিছুদিন আগে সে দামুড়হুদা থেকে সাড়ে তিন লাখ টাকা চুরি করে উধাও হয়। তাকে আটকের পর তার মা মুচলিকা দিয়ে নিয়ে যেত।
শনিবার শহরের কাছারী পাড়ায় দারুস সুন্নাহ নুরানী একাডেমীর সামনে থেকে চুরি করার মালামালসহ তাকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ৭৫ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করে পুলিশ। এবিষয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।