আলমডাঙ্গায় ঘাসকাটা মেশিন বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নিজ বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
নিহত যুবক আব্দুল আলীম পিন্টু(৩০) উপজেলার কুমারী গ্রামের হঠাৎপাড়ার শাহাদৎ হোসেনের ছেলে। নিহত আব্দুল আলীম পরিবারের বড় ছেলে। তারা ২ ভাই ও একটি বোন। তার ৪ বছরের একটি মেয়ে আছে।
জানাগেছে, আব্দুল আলীম পিন্টু আলমডাঙ্গা শহরে একটি ওয়াইফাই(ইন্টারনেট) ফার্মে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার ছুটির দিন বিকালে বাড়িতে গরুর জন্য মেশিনে ঘাস(বিচালী) কাটছিলেন। হঠাৎ ঘাষকাটা মেশিন বিদ্যুতায়িত হয়ে যায়। আলীমের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে দেখতে পায় সে মেশিনের পাশে পড়ে আছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আলীমের মৃত্যুতে পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে আসে।
ঘাস কাটা মেশিনে বিদ্যুতায়িত হয়ে নিহত যুবক আব্দুল আলীমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু ।
গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, আব্দুল আলীম নম্র ভদ্র ও কর্মঠ ছিলেন। আলীম ছিলেন কাজ পাগল একটি ছেলে। গভীর রাত অবধি তাকে আলমডাঙ্গা শহরে কাজের জন্য কাটাতে হতো। যেটুকু সময় পেতো বাড়িতে গরুর ঘাস কাটাসহ বাড়ির অন্যান্য কাজ করতেন।
এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, কুমারী গ্রামে আব্দুল আলীম নামের এক যুবক বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।