সকল জল্পনা-গুজবের অবসান ঘটিয়ে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থি হিসেবে মনোনয়ন (নৌকা প্রতিক ) পেলেন তিন তিনবারের নির্বাচিত মেয়র হাসান কাদির গনু। তিনি আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র। আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন প্রত্যাশি ৬ জনের মধ্যে তাকে দলীয় প্রার্থি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
১৩ জানুয়ারি বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রির সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামি ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে আলমডাঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, সন্ধ্যার পর এ সংবাদ শোনার পর দলীয় নেতা-কর্মি ও সমর্থক-শুভাকাঙ্খিরা তাকে অভিনন্দন জানাতে থাকে। অন্যদিকে, দলীয় মনোনয়ন প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় হাসান কাদির গনু বলেন, মানুষের আন্তরিক ভালবাসা ও দোয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রি এবারও আমাকে মনোনয়ন দিয়েছেন। সকলের ভালবাসা আর দোয়া নিয়ে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাব। দলীয় মনোনয়ন পাওয়ায় আমার প্রিয়তম আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠণের নেতা-কর্মিদের প্রতি এই শুভক্ষণে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি চুয়াডাঙ্গা জেলার উন্নয়নের রূপকার সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।