২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মিদের সাথে উন্মুক্ত আলোচনা করলেন এম‌পি ছেলুন জোয়ার্দ্দার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৩, ২০২২
61
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মিদের সাথে উন্মুক্ত আলোচনা করলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ১২ ফেব্রæয়ারি বেলা ১১ টার সময় ইউনিয়ন পরিষদ চত্তরে প্রায় ২ ঘন্টা ব্যাপি ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতাকর্মিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন তিনি। এ উন্মুক্ত আলোচনার আয়োজন করেন জামজামি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম।

ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মিদের বক্তব্য শেষে তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে, এর আগের কোন সরকারের আমলে সে উন্নয়ন হয়নি। তিনি বলেন, কোন এলাকাতেই রাস্তাঘাট আর কাঁচা নেই। গ্রামগঞ্জ পর্যন্ত বিদ্যুৎ পৌছে গেছে। তিনি বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সারা দেশে সন্ত্রাস লালন করেছেন। এ এলাকার মানুষ সন্ধ্যার পরেই ঘরে ঢুকে পড়ত। তিনি ৯৬ সালের তৎকালীন আওয়ামীলীগ সরকারের সন্ত্রাস দমনের ভ‚য়সী প্রশংসা করে বলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে আমরা সন্ত্রাসীদের আত্মসমার্পণের মাধ্যমে এই এলাকার সস্ত্রাস দমন করতে সক্ষম হই। এখন আপনারা রাত ১২ টার সময়ও জামজামি থেকে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা জেলা শহরে নির্ভয়ে যেতে পারেন।


উন্মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, জামজামি ক্যাম্পের ইন্সেপেক্টর এলাহী বক্স, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, সম্পাদক রাবাহ উদ্দিন, জেলা পরিষদের সদস্য আবু মুসা, তপন কুমার বিশ^াস, ডাউকি ইউপি চেয়ারম্যঅন তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইজাল উদ্দিন মহুরী,

আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, পাচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, ইউপি সদস্য লিপি খাতুন, ববিতা খাতুন, আলেয়া খাতুন, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, আরিফুল ইসলাম, মাহামুদ হক রাজন, আবু মুসা, রাজ্জাক, মতিয়ার রহমান, রাশেদুজ্জামান রাজিব, আব্দুল মান্নান, আওয়ামীলীগ নেতা বাহার জোয়ার্দ্দার, শাহারুজ্জামান, টুটুল, আসলাম, আলী হোসেন, আজম খান, ডা. সুজন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আরিফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা ডা. ডেভিট, লাল্টু, আবু মুসা, রেজাউল মাস্টার, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান , প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, অর্থ সম্পাদক আলম হোসেন, ছাত্রলীগ নেতা টিটন, শিহাব প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram